cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

রবিবার, ১ আগস্ট, ২০১০

Wel Come To Cyber Net

WeL Come To Cyber Net

যে সকল কারনে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে

আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেইসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সাথে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেইসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশংকার বিষয় হলো ফেইসবুক যেকোন সময় বিনা নোটিশে আপনার এই সখের একাউন্টটি বন্ধ করে দিতে পারে।

2010-06-30_015250
আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যে সকল কারনে একটি ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে। এই পোস্টে ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার অন্যতম কিছু কারন নিয়ে লিখছি।

পর্নগ্রাফীঃ

এটি ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারন। আপনার ফেইসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এই ধরনের কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেইসবুক আপনার একাউন্ট ব্যান করবে কোন এবিউজ রিপোর্ট অথবা নোটিশ ছাড়া।

ভাষার অপব্যবহারঃ

স্টাটাস আপডেট অথবা ম্যাসেজ আদান-প্রদান এর সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

ভূয়া প্রোফাইলঃ

আপনি যদি আপনার নিজের নামের বদলে কোন সেলিব্রেটি অথবা অন্য কারও নাম ব্যবহার করেন, তাহলে আপনার একাউন্ট বন্ধ করা হবে খুব তাড়াতাড়ি।

হুমকি দেয়াঃ

কাউকে হুমকি দেয়ার জন্য কখনোই আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করবেন না। এমনকি মজা করার জন্য হলেও না। ফেইসবুক এই বিষয়টি খুব গুরুত্বের সাথে নেয় এবং খুব দ্রুত একাউন্ট সাসপেন্ড করে দেয়।

স্প্যামিং করাঃ

শুধু ফেইসবুক না, পুরা ইন্টারনেট জগত এটিকে ঘৃনা করে। আপনার পন্য বা ওয়েব সাইট প্রোমোট করার জন্য ফেইসবুক একাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিস্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর পর্যায়ে পড়ে না।

অতিরিক্ত বন্ধু রিকোয়েস্টঃ

প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেইসবুক একাউন্ট বন্ধ হবার এটি আরেকটি অন্যতম কারন।

অনেক গ্রুপে জয়েন করাঃ

খুব বেশি গ্রুপে জয়েন না করাই ভালো। ফেইসবুক এটি ভাল চোখে দেখে না। আর গ্রুপগুলো থেকে ম্যাসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যাবে প্রতিদিন।

অতিরিক্ত ম্যাসেজঃ

আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেইসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে।
মূলত ফেইসবুক ব্যবহারের সময় এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার কোন আশাংকা থাকবে না। আর ফেইসবুক ব্যবহারও হয়ে উঠবে মজার ও সাচ্ছন্দময়।

YouTube এর ভিডিও দ্রুততর করবে

আমরা প্রায় সবাই Youtube এর ভিডিও দেখে থাকি। কিন্তু অনেকেরই ভালো স্পীডের ইন্টারনেট কানেকশন না থাকার কারনে Youtube এ ভিডিও বাফার হতে অনেক বেশী সময় নেয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে কিছুটা হলে মুক্ত করার জন্য আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা Youtube এর ভিডিও বাফারিংকে অনেকটা দ্রুততর করবে। সফটওয়্যারটির নাম হল SpeedBit Video Accelerator

ই সফটওয়্যারটি Youtube এর ভিডিওকে করবে আরো দ্রুত। এছাড়াও এটি আপনাকে ভিডিও সার্চিং সুবিধাও প্রদান করবে। সফটওয়্যারটি থেকে পছন্দের ভিডিও এর লিংক শেয়ার করা যাবে টুইটারে। এটি জনপ্রিয় সকল ব্রাউজার সাপোর্ট করে। এছাড়াও হাই ডেফিনেশন ভিডিও এক্সেলেরেশন সুবিধাও এতে রয়েছে।
তাহলে আর দেরি কেন? এখনই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন আর উপভোগ করুন দ্রততর ভিডিও। এরকম আরও কিছু পোস্টঃ

ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য ১৫টি ওয়েব সাইট

আজকাল ওয়েব ডিজাইনারদের পশাপাশি সাধারন ব্যাবহারকারীরা তাদের প্রয়োজনে বিভিন্ন ষ্টাইলের ফন্ট ডাউনলোড করে থাকেন। এখানে এমন ১৫টি ওয়েব সাইটের ঠিকানা দিলাম যেগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো রয়েছে হাজার হাজার ফ্রী ফন্ট। এই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার পছন্দের ফন্ট।

১. ১০০১ ফ্রী ফন্টস্‌

২. ডা ফন্ট

৩. বিউটিফুল ফন্টস্‌

৪. আরবান ফন্টস্‌

৫. এবস্‌ট্রাক্ট ফন্টস্‌

৬. সার্চ ফ্রি ফন্টস্‌

৭. দ্যা ফন্টশ্যাক

৮. ফন্ট ষ্টক

৯. হাই ফন্টস্‌

১০. ফন্ট কিউবস্‌

১১. নিটফন্টস্

১২. ফন্টিকা

১৩. ক্লিয়ার চাইনিজ

১৪. ওয়াজু

১৫. ফ্রি এরাবিক ফন্টস্‌

 

 

 

শুক্রবার, ২৫ জুন, ২০১০

সুপার Bluetooth হ্যাক

আজ কে আপনাদের একটি মোবাইল সফটের সাথে পরিচয় করিয়ে দেব যা দ্বারা আপনি খুব সহজে আপনার Symbian based মোবাইলে MDM এর মধ্য দিয়ে ১০-১৫ মিটার দূরত্বের একটি অন্য মোবাইল ফোন কে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারবেন।
28rpfrc সুপার Bluetooth হ্যাক | Techtunes
সফ্টওয়্যারটির নাম সুপার Bluetooth হ্যাক আসুন এবার জানি সফ্টওয়্যারটিতে কি সুবিধা পাবেন -
যার মোবাইলে সংযুক্ত হবেন-
1) তার SMS পড়তে পারবেন।
2) তার ফোন বন্ধ করতে পারবেন।
3) তার music চালু করতে পারবেন।
4) তার modes গুলা (normal, without sound …) চয়েস করতে পারবেন।
5) তার ফোন Block করতে পারবেন।
6) তার Contacts চেক করতে পারবেন।
7) তার Profile বদলাতে পারবেন।
8) তার Ringtone চালু করতে পারবেন যদি তার ফোন silent করা থাকে তা ও পারবেন।
9) তার Restore Factory Settings করতে পারবেন।
10) তার ফোন Restart করতে পারবেন।
11) তার Ringing Volume কমাতে বাড়াতে পারবেন।এবং সবচে জটিল হল তার ফোন থেকে আপনি কল করতে পারবেন এছাড়াও আরো অনেক কিছু ………..
যে ভাবে Install করবেন -
1) ডাউনলোড
2) Pour on the mobile
3) Run the Installer (what you download, incidentally need JAVA)
4) He finds it, and you will be able to run software
5) Choose the language and going configured
6) Click Connection
7) Click search devices
8) Choose the “victim”
9) AND MANAGE

ফেসবুক একাউন্ট হ্যাকিং এর কবল থেকে বাঁচতে কয়েকটি সাধারন পদ্ধতি

আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিগত কয়েকদিনে বিভিন্ন ব্লগসাইটে বা সোশ্যাল ওয়েবসাইটে ফেসবুক একাউন্ট হ্যাকিং এর খবর শোনা যাচ্ছে। হ্যাকার রা খুব চালাকির সাথে এসব হ্যাকিংয়ের কাজ করে যাচ্ছে। এর ফলে তারা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যাক্তিগত তথ্য। কিন্তু, একটু সাবধানতা অবলম্বন করলেই আপনি এধরনের হ্যাকার এর ফাঁদ থেকে মুক্তি পেতে পারেন।
নিচে কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।
protectyourself ফেসবুক একাউন্ট হ্যাকিং এর কবল থেকে বাঁচতে কয়েকটি 
সাধারন পদ্ধতি | Techtunes
জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন
নিজের ব্যবহৃত পাসওয়ার্ড সম্পর্কে সাবধান হোন। নিজের নাম, পরিবারের নাম, কিংবা নিজের জন্মদিন কিংবা মোবাইল নম্বর ব্যবহার করবেন না। জটিল কিছু শব্দগুচ্ছ ব্যবহার করুন। capital এবং lowercase শব্দ ব্যবহার করতে পারেন। এর মাঝে ঢুকিয়ে দিতে পারেন ১-৯ এর মধ্যে কিছু সংখ্যা। পাসওয়ার্ড যত ছোট হবে হ্যাকিং এর সম্ভাবনাও তত বেড়ে যাবে। তাই পাসওয়ার্ড এর সংখ্যা ৬ এর অধিক যেমন ৮, ৯, ১২ হলে ভাল হয়। যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হয় তবে এমন কিছু শব্দসমষ্টি ব্যবহার করুন যা কেবল আপনি এবং খুব কম সংখ্যক বন্ধুরা জানেন। অথবা কোন নিরাপদ স্থানে পাসওয়ার্ডটি লিখে রাখুন।
নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন
কয়েক সপ্তাহ বা ১-২ মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুকের “Forgot password?”  অপশনটি ব্যবহার করুন।
ব্যাক্তিগত তথ্য প্রদানের ব্যাপারে মিতব্যায়ী হোন
এর অর্থ হলো এমন কোন তথ্য প্রোফাইল ইনফো তে ব্যবহার করবেন না যা আপনার ইমেইল অথবা ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সাইটে ব্যাক্তিগত তথ্য যত কম প্রদান করবেন ততই আপনি সুরক্ষিত।
যাকে তাকে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন
এমন অনেক ব্যবহারকারী আছেন যারা প্রোফাইল ছবি দেখেই ফ্রেন্ড লিস্টে এড করে বসেন। কোন অপরিচিত রিকোয়েস্ট এলে তাদের ইনফো আগে যাচাই করে নিন। দেখুন তার ফ্রেন্ডলিস্টের সংখ্যা কেমন। তার অন্যান্য ইনফো সঠিক কিনা দেখুন। তাছাড়া আপনাদের মাঝে কোন ফ্রেন্ড কমন আছে কিনা তাও দেখে নিন। তারপর স্বীদ্ধান্ত নিন। এমন কাউকে লিস্টে যুক্ত করবেন না যাদের প্রোফাইল ছবি পর্যন্ত নেই।
না জেনে কোন লিঙ্ক এ ক্লিক করবেন না
এমন অনেক ফিশিং এয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে যারা ব্যবহারকারীদের ভুল ইনফো দিয়ে একটি ওয়েব লিঙ্ক প্রদান করে। সাবধান!
এসব লিঙ্ক এ ক্লিক করার আগে এপলিকেশনটির Terms and Condition পড়ে নিন। কোন বন্ধুও যদি আপনাকে এধরনের লিঙ্ক এ ক্লিক করার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তবে তা ফিশিং ওয়েবসাইট কিনা তা যাচাই করে নিন।
মনে রাখবেন, ফেসবুক বা ফেসবুকের কোন এপলিকেশন আপনার ফেসবুকের বা ইমেইল এর পাসওয়ার্ড চাইবে না।


ইমেইল চেকিং এ সাবধানতা অবলম্বন করুন
হ্যকার রা এখন ফেসবুক হ্যাকিং এর ক্ষেত্রে ইমেইল কে বেছে নিয়েছে। কোন ওয়েব সার্ভিস আপনার কাছে ব্যাক্তিগত তথ্য চাইবে না। যেমন ফেসবুক কখনোই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের কোন নোটিশ ইমেইল করবেনা অথবা ব্যাক্তিগত তথ্য হালনাগাদের অজুহাত দিবে না। যদি এরকম কিছুর প্রয়োজন পড়েই তবে ফেসবুক আপনাকে হোমপেজ অথবা আপনার setting এ গিয়ে পরিবর্তনের জন্য বলবে। তাই কোন ইমেইল থেকে প্রাপ্ত Offer যাচাই না করেই তথ্য দিয়ে বসে থাকবেন না।
ইমেইল পাসওয়ার্ড হালনাগাদ রাখুন
এর অর্থ হচ্ছে আপনি যে ইমেইল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে থাকেন, সেই ইমেইল এর পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ রাখুন। তা নাহলে আপনার ইমেইল একাউন্ট হ্যাকিং হলে আপনার ফেসবুক একাউন্ট ও হ্যাকিং হতে সময় লাগবে না। এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, ফেসবুক একাউন্টের জন্য আলাদা একটি ইমেইল একাউন্ট ব্যবহার করুন। তাছাড়া “Security Question” অপশন টিতে কোন ব্যাক্তিগত তথ্য সম্বলিত উত্তর রাখবেন না।
আরও কোন পদ্ধতি আছে যা আপনি প্রয়োগ করেন আপনার ফেসবুক একাউন্ট এর সুরক্ষার জন্য? মন্তব্যের মাধ্যমে শেয়ার করুন।

উল্টে ফেলুন মোবাইলের এল সিডি!!!

আপনি ইচ্ছা করলে ভয় পাইয়ে দিতে পারেন আপনার সব বন্ধুদেরকে। কিন্তু কিভাবে এটা সম্ভব? আপনার বা আপনার বন্ধুর মোবাইল টি যদি ১৬০০/২৬২৬/২৬১০/১৬১০ বা এলসিডি কালার হয় তাহলে আপনি তা করতে পারবেন। এই মডেল গুলোর মধ্যে একটি মডেলের মোবাইল নিয়ে চাপুন *৫৫১২# এবার দেখুন মোবাইলের এলসিডি উল্টে হয়ে গেছে। আবার চাপুন *৫৫১৩# এলসিডি তিন ভাগ হয়ে গেছে। আবার চাপুন *৫৫১৪# এলসিডি চার ভাগ হয়ে গেছে। এলসিডি পুনরায় ঠিক করতে চাইলে চাপুন *৫৫১১# বা মোবাইলটি বন্ধ করলে ঠিক হয়ে যাবে এলসিডি। কিন্তু এলসিডির কোন সমস্যা হবে না।

কি-বোর্ড Shortcut দিয়ে চালু করুন যে কোন প্রোগ্রাম

সাধারনত আমরা প্রায় সবাই Desktop এর মধ্যে বেশী ব্যবহৃত Software এর Shortcut তৈরী করে রাখি এবং তা ব্যবহার করি দ্রুত কোন Software খোলার জন্য। যদি এর পরিমান বেশী হয় তা হলে দেখতে একটু খারাপ লাগে। কিন্তু এখন তা না করলেও চলবে, কারন আপনি এখন কি-বোর্ড Shortcut দিয়ে যে কোন Software ওপেন করতে পারবেন। যা করতে হবে তা হল, প্রথমে Start ক্লিক, তারপর All Programs / Programs ক্লিক, তারপ যে Software এর কি-বোর্ড Shortcut তৈরী করতে চান তার উপর Mouse এর Right Button ক্লিক করুন, তারপর Properties ক্লিক, তারপর Shortcut key এর ডান দিকের ঘরে ক্লিক করুন, তারপর কি-বোর্ড থেকে Ctrl ও Alt অথবা Ctrl ও Shift অথবা Alt ও Shift চেপে ধরে অন্য যে কোন একটি key চাপুন (মানে যে key আপনি চান)। মনে করি আপনি চান Ctrl ও Alt 1 যা দেখতে এ রকম (Ctrl + Alt +1)। তারপর Apply তারপর Ok, এখন আপনি কি-বোর্ড থেকে Ctrl + Alt +1 চাপলেই আপনার প্রয়োজনীয় Software টি চালু হয়ে যাবে।

সেলফোনের জন্য পছন্দের গেমসটি ডাউনলোড করুন একদম ফ্রি

বর্তমানে আমাদের সকলের কাছে অত্যাধিক প্রিয় যন্ত্র হচ্ছে মোবাইল ফোন আর অবসরে মোবাইল ফোনে গেমস খেলতে কে না ভালবাসে । আপনি এখান থেকে আপনার পছন্দের গেমসটি ডাউনলোড করতে পারেন সম্পূন্ন ফ্রি । আপনি শুধু ঐ সাইটে ঢুকে আপনার ফোন  সেটের মডেল নং দেখিয়ে দিবেন ।  ব্যস আপনার সেটের মডেল নং অনুযায়ী আপনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের গেমস ও সফটওয়্যার টি।

Yahoo ,AIM, MSN, চ্যাটের ভিডিও রেকর্ড করুন

আমরা সবাই জানি অনেক সফটওয়্যার আছে screen record করার জন‌্য। কিন্তু তার মধ্যে কিছু সফটওয়্যার আছে খুবই অন‌্য রকম, যার কোন তুলনা হয় না। সেই রকম একটা সফটওয়্যার নাম হল MSN webcam recorder। এই সফটওয়্যারটি দিয়ে আপনি ডেক্সটপ থেকে যে কোন ভিডিও capture করতে পারবেন। এটি কাজ করবে AIM, MSN, Yahoo সবকটিতে। শুধু তাই নয়, যে সোর্স থেকে অডিও রেকর্ড ও করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।


সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।

কি-বোর্ড এর PrtScr(Print Screen) বাটন এর কাজ

অনেক সময় আমাদের মনিটর Screen এ যা আছে তার ইমেজ বা ছবির দরকার হয়। তখন আমরা PrtScr(Print Screen) বাটন ব্যবহার করি। যদি আমাদের জানা থাকে PrtScr(Print Screen) বাটন এর কাজ করার নিয়ম,  তা হলে কাজ করা অনেক সহজ হবে। সাধারনত যদি কি-বোর্ড থেকে PrtScr(Print Screen) বাটন চাপলে Screen এ যা আছে সম্পূর্ন Screen Copy হবে। কিন্তু যদি Alt + PrtScr(Print Screen)  বাটন চাপলে, যে অংশে কার্সর আছে বা যে Window খোলা আছে শুধু তা Copy হবে.  Paint চালু করে  Ctrl+v   ছবিটা পেয়ে যাবেন। বা  পেস্ট দিন

আপনার কম্পিউটারকে Fast করুন RAM Cleaner দ্বারা।

আপনার কম্পিউটারটি কি ধীরে ধীরে Slow হয়ে যাচ্ছে? আজকে আমি আপনাদের একটি Tips দিব যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে বেশ অনেকটা Fast করতে পারবেন।
তাহলে চলুন জানা যাক Tips টা কি?

Step 1: আপনার Desktop এ right click করুন।
Step 2: তারপর সিলেক্ট করুন New > Shortcut
Step 3: এই কোডগুলো খালি বক্সে paste করুন। %windir%\system32\rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks
Step 4: তারপর Next সিলেক্ট করুন।
Step 5: তারপর নাম দিন RAM Cleaner
Step 6: Finish click করুন।

এখন যখনই কম্পিউটার Slow মনে হবে তখন RAM Cleaner এ double click করে কম্পিউটারকে Fast করে নিন।

Facebook ব্যবহার করুন বাংলাতে

স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক। দিন দিন এর জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। আপনি এখন ফেসবুক বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। এজন্য প্রথমে ফেসবুকে লগইন করুন। এরপর সেটিংস এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সেটিংস এ যান। এবার Language ট্যাবে গিয়ে Primary language হিসেবে বাংলা সিলেক্ট করুন। কিছু সময় পর ফেসবুক আপনি বাংলাতে দেখতে পাবেন।

আপনার মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে চ্যাট করুন BlueChat দিয়ে

আপনারা কি জানেন ব্লুটুথ ব্যবহার করে একাধিক মোবাইল ফোনে চ্যাট করা সম্ভব? এ জন্য আপনি ও যার সাথে চ্যাট করবেন দুই জনের মোবাইলেই BlueChat ইনস্টল দিতে হবে। Bluechat একটি ব্লুটুথ মেসেজিং সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহার আপনার আশে পাশের অন্যান্য Bluechat খুঁজে বের করতে পারবেন এবং প্রাইভেট/গ্রুপ চ্যাট করতে পারবেন। এখান থেকে আপনার Device সিলেক্ট করে BlueChat ডাউনলোড দিন।

এক ক্লিকে ডাউনলোড করুন Facebook এর সম্পূর্ণ Photo Album

Firefox এ একটি ছোট্ট Add-On ইন্স্টল করে আপনি Facebook এ আপনার অথবা আপনার বন্ধুদের আপলোড করা  Photo Album  পুরোটি নামিয়ে নিতে পারেন মাত্র এক ক্লিকে। এড-অনটির নাম FacePAD। এজন্য প্রথমে Add-Onটি ডাউনলোড ও ইন্স্টল করুন এই লিংক থেকে। Firefox এ Tools মেনু থেকে Add-Ons সিলেক্ট করুন। FacePAD এর Options এ ক্লিক করে English ল্যাংগুয়েজ সিলেক্ট করুন।
এবার Firefox বন্ধ করে আবার চালু করুন। Facebookএ ঢুকে যে টি ডাউনলোড করতে চান সেটির লিংক এ রাইট ক্লিক করে Download Album With FacePAD সিলেক্ট করুন। এভাবে যেকোন Album ডাউনলোড করতে পারবেন।


Powered By Cyber Net

আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিন!!

আজ থেকে আপনি চাইলে আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! আবার নেভানো ও যাবে। আপনি যেহেতু আগুনটা ধরিয়েছেন আপনিই নেভাতে পারবেন। আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। খুবি মজার আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরান আবার নেভান। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। এখন বলি কিভাবে আগুন লাগাবেন আপনার ডেক্সটপে। প্রথমে আপনাকে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে সফটওয়্যারটি চালূ করুন। চালূ করার পরে start over লেখাটি দেখতে পাবেন। ঐখানে ক্লিক করে আপনি আপনার খুশি মতে আপনার ডেক্সটপে আগুন লাগাতে পারেন মাউস দিয়ে। আপনি চাইলেই আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিকেও আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারেন। এই জন্য আপনাকে যেতে হবে about এ। about গিয়ে দেখতে পাবেন নিছে লিখা আছে my desktop icons on fire। ঐ খানে ক্লিক করুন। তা হলেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে ও আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান :)। files এ গিয়ে load আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান। ভালো লাগলে জানাবেন। আরো একটা মজার সফটওয়্যার আছে আমার কাছে আপনাদের ভালো লাগলে ঐটাকে নিয়ে লিখবো।

বিনা মূল্যে Call Block করুন BlackBaller দিয়ে

কোন রকম মাসিক চার্জ বা এক্টিভেশন চার্জ ছাড়াই Block করুন যে কোন Caller কে। এখান থেকে BlackBaller টি ডাউন লোড দিয়ে Unzip করুন। তারপর আপনার মোবইলে ইন্সটল দিন। তবে এটি শুধু মাত্র সিম্বিয়ান সেটের জন্যে।

ডেস্কটপ হতে চেক করুন Facebook Notifications

যারা ফেসবুক ফ্যান তাদের জন্য আজ আমার এই পোস্ট। প্রতিনিয়ত আমাদের ফেসবুকে বিভিন্ন  Facebook Notifications আসে বিভিন্ন রিকোষ্ট আসে যা বারবার লগিন করে চেক করাটা অত্যন্ত বিরক্তিকর। আর এই বিরক্ত হতে পরিত্রান করতেই Facebook Notifications সফটওয়্যারটি। ছোট এই সফটওয়্যারটি অত্যন্ত কাজের। এর সাহায্যে সহজেই আপনি friend requests, pokes, event updates, group invites and unread messages গুলো চেক করতে পারবেন ডেস্কটপ হতেই। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর যখনই কোন নতুন আপডেট আসবে তা সাথে সাথেই ডেস্কটপ এর পপআপ মেনুতে দেখতে পারবেন। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে।


http://www.apjunktion.net/Facebook/tabid/57/Default.aspx

আপনার ফায়ারফক্স ব্রাউজার খুলবে ৫গুন দ্রূত!

আমি ফায়ারফক্সের পুরান ফ্যান। এর ব্রাউজিং স্পিড, কাস্টোমাইজিবিলিটি আর সিকিউরিটি নিয়ে ১০০ ভাগ সন্তুষ্ট থাকলেও অভিযোগ ছিল কেবল একটাই - অন্যান্য ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, অপেরা, সাফারির তুলনায় ফায়ারফক্স খুলতে তুলনামূলক অনেক বেশী সময় নেয়। এই সমস্যার সমাধানে দারুন কার্যকর একটি ইউটিলিটি ফায়ারফক্স প্রিলোডার। মাত্র ৮৪০কেবি সাইজের এই সফটওয়্যারটি আপনার  ফায়ারফক্স এর স্টার্টআপ টাইমকে কমিয়ে দিবে নাটকীয়ভাবে। আগে আমার পিসিতে ফায়ারফক্স খুলতে সময় নিত ২০সেকেন্ড, আর এখন? -মাত্র ৪সেকেন্ড! Firefox Preloader ডাউনলোড করুন
http://sourceforge.net/projects/ffpreloader/

Facebook এ আপনার অপছন্দনীয় কাউকে friend list থেকে Block করুন

Facebook এ আপনাকে অনেক friend খারাপ কমেন্ট করতে পারে। ইচ্ছা করলে তাকে আপনি friend list খেকে Block List এ রাখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে....
১. প্রথমে আপনি Facebook লগইন করুন।
২. Settings > Privacy Settings এ ক্লিক করুন।
৩. Privacy manage এ ক্লিক করুন।
৪. নির্দিষ্ট ব্যাক্তির এর নাম জানা থাকলে তার নাম person box এ তার নাম লিখে Block ট্যাব এ ক্লিক করুন। অথবা ঐ ব্যাক্তির ই-মেইল id জানা থাকলে E-mail box এ তার ই-মেইল id লিখে Block ট্যাব এ ক্লিক করুন।
এভাবে আপনি নির্দিষ্ট ব্যাক্তিকে Block list রাখতে পারেন।

পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে

বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালে ও তা শো করবে না। এজন্য যা করতে হবে:
১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।
২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।
Powered By Cyber Net

পাল্টে ফেলুন ফেসবুকের থিম!

সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম :)। খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন।
আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে www.chameleontom.com যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগিন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি।যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগিন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি।


facebook  app :- http://apps.facebook.com/chameleontom/ 

Facebook এ Offline বন্ধুদের Chat History দেখার উপায়

Facebook এ আমরা সবাই কম বেশি চ্যাট করি। অনলাইন বন্ধুদের সাথের Chat History তো সহজেই দেখা যায়, তবে চাইলে অফলাইন বন্ধুদের সাথের Chat History ও আপনি দেখতে পাবেন। এজন্য যে বন্ধুর সাথের Chat History দেখতে চান তার Profile এ যান। তার User_ID নম্বর নোট করুন। এখন অবশ্য অনেক Profile এ User_ID দেখা যায়না। এমন হলে চিন্তার কিছু নেই। Profile এর Send Message বা Poke অপশনে গিয়ে Right Click চাপুন > Copy Link Location/Address দিন। এবার এটি নোটপ্যাডে Paste করুন, সেখান থেকে User_ID নম্বর পেয়ে যাবেন। এবার বন্ধুর Profile ওপেন করে Address Tab এ লিখুন:


javascript:buddyList.itemOnClick(User_ID);


এখানে User_ID এর জায়গায় সেই বন্ধুর User_ID হবে। এবার এন্টার চাপুন আর দেখুন। তবে Chat History যদি Clear করা হয়ে থাকে তাহলে তা আর দেখা যাবেনা।

কম্পিউটার কতক্ষন ধরে চলছে তার সময় জেনে নিন!!

নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন তা খুব সহজেই জানা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন—


১) start > run এ যান।
২) এখানে CMD লিখে এন্টার চাপুন।
৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু হবে তাতে systeminfo লিখে এন্টার চাপুন।
২) এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে উল্লেখ থাকবে:
ক) কম্পিউটার কত সময়চলেছে
খ) কোন দেশের তৈরী
গ) স্পিড কত, প্রভৃতি।
বি:দ্র: কম্পিউটারে ব্যবহৃত সময়ের হিসাব একদিন ১৯ ঘন্টা, ২৪ ঘন্টা নয়। ধন্যবাদ।

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই, ব্যাচ ফাইলের সাহায্যে অতিসহজে অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!!

কম্পিউটারে কাজ সম্পাদন করা হলে বিভিন্ন ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয়। এই ফাইলগুলো কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি সম্পন্ন করে। ফাইলগুলো নিম্নরূপ-
১. %Temp%
২. Recent
৩. History
৪. Temporary
৫. Microsoft Office Recent
৬. Temporary Internet Files
৭. system32\1054
৮. prefect

ধুমসে ডাউনলোড করুন RapidShare,Easy-Share,FileFactory,Uploading.com

এই ওয়েবসাইট এর দ্ব্রারা আপনি RapidShare,Easy-Share,FileFactory,Uploading.com,এবং MegaUpload থেকে অনায়সে


যে কোনো সাইজ এর ফাইল ডাউনলোড করতে পারবেন।তাও আবার রিসিউম সাপোর্ট সহ!!!


প্রথমে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
http://www.linksnappy.com/


তারপর I Agree তে ক্লিক করে প্রবেশ করুন মুল ওয়েবসাইট এ।
এখন আপনার কাঙ্খিত ডাউনলোড এর লিঙ্ক টি এই সাদা ঘরে পেস্ট করুন এবং ক্লিক করুন ডাউনলোড ফাইল।


এবার দেখুন মজা!!!!
Powered By :- CyBER NET

আপনার ইমেইল ঠিকানা হোক আপনার পরিচয়!!!

আপনি কি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র? আপনার মেইল ঠিকানা যদি এমন হয়


yourname@engineer.com


আপনি কি ডাক্তার বা মেডিকেল এর ছাত্র ? আপনার মেইল ঠিকানা যদি এমন হয়


yourname@dr.com বা yourname@doctor.com


এইরকম আপনি যদি কেমিস্ট,একাউন্টেন্ট,কলুম্নিস্ট,কন্ট্রাক্ট্রর,প্রোগ্রামার ইত্যাদি হোন,তাহলে আপনি


yourname@chemist.com


yourname@accountant.com


yourname@contractor.com


yourname@programmer.net




এরকম প্রায় ২০০ ডোমেইন থেকে আপনার পছন্দমতো ঠিকানা বেছে নিতে পারেন। :)


আমার সবচেয়ে মজা লেগেছে yourname@minister.com :p


আমি একটা খুলেছি yourname@scientist.com B)


তাহলে দেরি কেন।এখনেই খুলে ফেলুন একটা আপনার পছন্দমতো। :)


খুলুন এইখানে মেইল.কম।
https://signup.mail.com/UserInformationB.aspx


এইটা কাজ না হলে এইখানে।
http://www.mail.com/intl/

হ্যাকিং করুন যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও 2010


হ্যাকিং বিষয়ক প্রথম যে টিউনটি করেছিলাম তা একটি সাধারন ট্রিকস এর উপর। অনেকেই বলেছেন এটাকে হ্যাকিং বলে না। আসলে হ্যাকিং বলতে সবাই এলগারিদমিক এবং খুব সহজেই করা যাবে এমন কিছুই আশা করেছিল। তবে হ্যাকিং বলতে যে কারো ব্যাক্তিগত এবং গোপনীয় কোন তথ্য আছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশকেই বোঝায় তা যে পদ্ধতিতেই হোক না কেন।


তবে আমার প্রথম পর্বটিতে আমি যেহেতু বলেছিলাম এ বিষয়ে নিয়মিত এবং আরো উচুঁ ধরনের পোগ্রামেটিক হ্যাকিং এর ব্যাপারে টিউন করবো তারই ফলশ্রুতিতে এই টিউন তবে সংযতভাবেই করব। আজ বলবো একধরনের সফট এর কথা (অভিজ্ঞরা হয়ত জানেন) যা আপনাকে হ্যাকিং করতে সহায়তা করবে। এ ধরনের সফটকে কী লগার বলা হয় যা ইনষ্টল করলে কম্পিউটারে কোন কোন কী প্রেস করা হয়েছে তার রেকর্ড থাকে এই সফটটি ইনষ্টল করলেই আপনি সহজেই দেখতে পারেন মেইল এ্যাড্রেস টাইপ করার পর কোন কোন কী প্রেস করা হয়েছে। লোকাল কীলগার আপনি যেমন আপনার কম্পিউটারে ইনষ্টল করে আপনার কম্পিউটারের কী রেকর্ড পেতে পারেন তেমনি রিমোট কীলগার দিয়ে রিমোট সিষ্টেমে নেটওয়ার্ক এর সহায়তায় যে কারো কম্পিউটারে ইনষ্টল করে দিয়ে তার নিয়মিত আপডেটও পেতে পারেন। সবই হবে এই সফট এর মাধ্যমে অনেকটা স্বয়ংক্রিয় উপায়ে। কিন্তু আমি এর বিস্তারিত বলব না। কারন সেটা অনেকের ক্ষতির কারন হবে।


এভাবে আপনি খুব সহজেই যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও হ্যাকিং করতে পারেন। কিন্তু এই ধরনের সফট অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার এর মধ্য পড়ে তাই বিভিন্ন সাইটে এই সকল সফট আপলোড করা হলেও তা খুব তাড়াতাড়িই আবার ডিলেট করে দেয়া হয়। আবার যেসব সাইটে পাওয়া যায় তারাও এগুলো ফ্রি দেয় না। তাই এগুলো পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। আমি দুটি এ ধরনের সফট এর লিংক দেব। কিন্তু এগুলোও ফ্রি নয় তারপরও দিচ্ছি মূলত অতি আগ্রহীদের কিছুটা তথ্য দেয়ার জন্য। তার ইচ্ছে করলে নেটে এর ফ্রি ভার্সন খোঁজ করতে পারে।


প্রথমটির লিংক www.gohacking.com


দ্বীতিয়টির লিংক www.sniperspy.com


তবে আমার কাছে এরকম একটি প্রোগ্রাম আছে আমাকে ফোন অথবা মেইল করলে আমি এটা ও সাথে এর ব্যাবহার পদ্ধতি এবং বিস্তারিত দেব। তবে টেকটিউনসের নিয়মিত ব্যাক্তিরা যাদেরকে সবাই মোটামুটি চেনে এরকম বিশ্বস্ত এবং অবশ্যই বাংলাদেশী ব্যাক্তিদেরই দেব। তারপরও এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।

ফেসবুকের খুঁটিনাটি


সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক অনেকেই ব্যবহার করেন। ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিছু কাজ কীভাবে করা যাবে, তা নিচে দেওয়া হলো—
 ফেসবুকে আপনি বন্ধু করতে কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে Friends থেকে All Friends-এ ক্লিক করুন।বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম দেখা যাবে।
 যদি কাউকে ভুল করে Add Request পাঠিয়ে দেন তাহলে তাকে ব্লক করে আবার Remove করে দিন। দেখবেন আপনার Add Request টি বাতিল হয়ে যাবে।
 ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে Settings থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
 কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন, মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Person-এর নাম বা ই-মেইল আইডি লিখে তাকে ব্লক করে দিতে পারেন।
 আপনি যদি চান আপনার বন্ধুরা ছাড়া আপনাকে অন্য কেউ বার্তা (মেসেজ) পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন অন্য কেউ না দেখতে পারে, সে জন্য Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে Search-এ ক্লিক করুন। এখন চেকবক্স থেকে A Link to send me a message এবং My friend list-এর টিক চিহ্নগুলো তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন। আবার আপনি যদি My Profile picture চেকবক্স থেকে টিক চিহ্ন তুলে দেন তাহলে আপনার বন্ধুরা ব্যতিত অন্য কেউ আপনার Profile picture দেখতে পাবে না।
 আপনি যদি চান আপনার ই-মেইল ঠিকানা আপনার বন্ধুরা কেউ দেখবে না, তাহলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Profile-এ ক্লিক করুন। এরপর Contact Information-এ ক্লিক করে নিচে আপনার Mail add-এর পাশের বক্স থেকে No one সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
 আপনি Settings থেকে Account Settings-এ ক্লিক করে নতুন যে পেজটি আসবে সেটি থেকে আপনার নাম, পাসওয়ার্ড, প্রাইভেসি, Security question ইত্যাদি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করেও দিতে পারেন। আবার Activate করতে চাইলে সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।

ফেসবুকের কিছু সমস্যার সমাধান এবং টিপস্

সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেসবুক অনেক জনপ্রিয় । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের মধ্যে ফেসবুক ব্যবহার করে না এমন লোকের সংখ্যা অনেক কম । এই প্রিয় সাইটটিকে মনের মত করে ব্যবহার করতে কে না চায় । আজকে ফেসবুক নিয়ে আমার এই টিউন । আশা করি ভালো লাগলে কমেন্ট করবেন আর ভূল-ত্রুটি হলে ক্ষমা করবেন ।

ফেসবুকে একাউন্ট আছে কিন্তু কাউকে দিতে হলে ই-মেইল আইডি দিতে হয় । ই-মেইল দিয়ে সার্চ দিতে হয় । এমনটা যদি হয় সরাসরি একটা লিঙ্ক দিয়ে আপনার একাউন্ট খুজেঁ পাওয়া সম্ভব হয় তাহলে কেমন হয় ? লগ ইন করার পর এখানে ক্লিক করুন

আমরা ফেসবুকে অনেকে গ্রুপ তৈরি করতে পারি না , নিচের লিঙ্কে ক্লিক করে আপনি সহজেই গ্রুপ তৈরি করতে পারবেন এখানে ক্লিক করুন

আর ফ্যানপেজ তৈরি করতে নিচের লিঙ্কে অনুসরন করুন এখানে ক্লিক করুন

তা না হয় হল, কিন্তু সদস্য বাড়াব কিভাবে ? একটা একটা করে সিলেক্ট করে আরেক জনকে অনুরোধ করতে হয়, তাইতো । আর একটা একটা করে নয় একসাথে আপনার সকল বন্ধুদের জানান আপনার গ্রুপ ও পেজের কথা

গ্রুপ বা পেজের ওয়ালে গিয়ে ক্লিক করুন “Suggest to Friends”

নিচের কোটটি কপি করুন

javascript:elms=document.getElementById(’friends’).getElementsByTagName(’li’);for(var fid in elms){if(typeof elms[fid] === ‘object’){fs.click(elms[fid]);}}

এখন কোটটি ব্রাউজারের URL এ পেষ্ট করুন এবং Enter ক্লিক করুন

Now all your friends will be selected, click Send and you are done.

আপনি ইচ্ছা করলে আপনার গ্রুপ বা পেজ কে Google, Yahoo সহ বড় বড় সার্চ ইন্জিনের সাথে যুক্ত করতে পারেন এক নিমিষেই এজন্য এই লিঙ্কটি অনুসরন করুন
Powered By Cyber Net
অনেকে ফেসবুক নেটওর্য়াকে নিজের স্কুল, কলেজ, বিশ্ব-বিদ্যালয়ের সাথে যুক্ত থাকে

যদি ফেসবুকে আপনার স্কুল, কলেজ, বিশ্ব-বিদ্যালয়ের নেটওর্য়াক না থাকে তাহলে নেটওর্য়াকের জন্য অনুরোধ করতে পারেন ফেসবুক কতৃপক্ষের কাছে

আপনার স্কুলের জন্য : এখানে ক্লিক করুন
http://www.facebook.com/help/contact.php?show_form=hs_add

আপনার কলেজের জন্য : এখানে ক্লিক করুন
http://www.facebook.com/help/contact.php?show_form=add_college


আপনার বিশ্ব-বিদ্যালয়ের জন্য : এখানে ক্লিক করুন
http://www.facebook.com/help/contact.php?show_form=add_college

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০১০

facebook এর security check থেকে নিন চিরমুক্তি

Internet ব্যবহার করেন অথচ facebook ব্যবহার করেন না এরকম মানুষ শতকরা হিসেবে খুব কম এবং দিনদিন আরো কমছে। facebook ব্যবহারকারীদের মধ্যে নতুন কারো সাথে বন্ধুত্ব করতে চাইলে আপনাকে friend request পাঠাতে হয়। আপনি যদি একজন মেয়ে অথবা কোনো তারকা হন তাহলে বেশিরভাগ সময় কাজটি থেকে আপনি বেচে যান। আর যদি ছেলে হন তাহলে বেশিরভাগ সময় কাজটি আপনাকেই করতে হয়। অর্থাৎ আপনাকেই friend request পাঠাতে হয়। একজন তারকা, মেয়ে, কিংবা ছেলে যা ই হন না কেন friend request পাঠাতে গেলে প্রতিবারই Security Check নামক একটি পরীক্ষায় আপনাকে পাশ করতে হয়। এটি কত বিরক্তিকর সেটি ভাল করেই আপনার জানা। আমার আজকের টিপস্ মাত্র ৪টি ধাপে ব্যাপারটি থেকে মুক্তি দিচ্ছে আপনাকে।


১। Security Check এর জন্য অস্পষ্ট letter বিশিষ্ট যে box টি থাকে তার ঠিক নীচে Verify your account এ click করুন।
২। 'Country Code' এ "Bangladesh (+880)" select করুন।
৩। 'Phone Number' box এ আপনার Mobile number টি প্রবেশ করান। Confirm এ click করুন  (কিছুক্ষনের মধ্যে আপনার Mobile এ একটি কোড চলে যাবে)।
৪। একটি নতুন page আসলো, সেখানে একটি কোড চাচ্ছে। এখানে আপনার Mobile এ facebook থেকে যে confirmation code টি গেল সেটি প্রবেশ করান। Confirm এ click করুন।
এখন থেকে আপনাকে Security Check নামক পরীক্ষায় অংশ নিতে হবে না।
thNxzzzzzzzz

এক ক্লিকে ফাইলকে একটি নির্দিষ্ট ফোল্ডারে পাঠানো

কোনো একটি ফাইলকে সাধারণত Send to করে My documents এ পাঠাতে পারি। কিন্তু যদি আমরা এটাকে আমাদের পছন্দমত ফোল্ডারে পাঠাতে পারি তাহলে কেমন হবে?! এজন্য C: -> Documents and Settings -> Administrator -> SendTo তে গিয়ে আপনার পছন্দমত একটি ফোল্ডারের shortcut পেষ্ট করে দিন। যেমন, যদি আপনি সব গান E:\Songs এ রাখতে চান তাহলে এর একটি shortcut তৈরী করে SendTo -তে পেষ্ট করে দিন। এখন Send to তে আপনার পছন্দের ফোল্ডার দেখতে পাবেন।

আপনার পিসি থেকে অটোরান ভাইরাস দুর করুন

Autorun Virus Remover এর কাজ কি তা নাম দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটি লাইটওয়েট এন্টিভাইরাস যা আপনার পিসিকে স্লো করবে না তবে এটাকেই আপনার পিসির একমাত্র এন্টিভাইরাস করবেন না বরঞ্চ অন্যান্য এন্টিভাইরাসের সহায়ক হিসেবেই এটি কাজ করবে প্রথমে সফটওয়্যারটি ডাউলোড করুন http://hotfile.com/dl/22894490/5c5a89b/Autorun_Virus_Remover_v2_3_1022__ErES.rar.html থেকে তারপর রার ফাইলটিকে extract করে নিয়ে ইনস্টল করুন এভাবে:- Next -> I accept the agreement এ ক্লিক করুন আবার Next -> Next -> Create a desktop icon এ ক্লিক করুন Next -> Finish সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করুন এবং নাম এবং সিরিয়াল বসিয়ে ফুল ভার্সন করে নিন :) তারপর Start Scan সবাইকে ধন্যবাদ

আমিও GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাইলাম!!!

আসেন সবাই মিলে GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাই দেখুন আমি GooGle এর চাইতে কত শক্তিশালী Search Engine বানাইলাম ইহা বানানোর জন্য প্রথমে http://www.shinysearch.com/ যান Click Your Style থেকে যে কোন একটি Style Select করুন এবং Search Engine এর নাম লিখুন Create Custom Homepage-এ Click করুন ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনিও হয়ে গেলেন GooGle এর চাইতে শক্তিশালী Search Engine-এর মালিক

FLV থেকে AVI, MPEG এবং WMV তে কনভার্ট করুন সহজে

Youtube এর Video গুলো সাধারনত FLV ফরম্যাটে থাকে। কিন্তু সমস্যা হল বাসার DVD Player এ এই FLV ফাইলগুলো চলে না। তাই খুঁজতে লাগলাম FLV থেকে MPG তে Convert করার সফটওয়্যার। অবশেষে পেয়ে ও গেলাম। সফটওয়্যারটির নাম Freez Flv to AVI/MPEG/WMV Converter। এটি একটি ফ্রিওয়্যার। এটি FLV থেকে AVI, MPEG1, MPEG2 এবং WMV ফরম্যাটে কনভার্ট করতে পারে। এর ইন্টারফেসটা খুবই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। ফলে যে কেউ খুব সহজেই এটা ব্যবহার করতে পারবে। ডাউনলোড করুন


http://www.smallvideosoft.com/flv-to-avi/

Symbian ছাড়া মোবাইল ক্যামেরাকে ব্যবহার করুন পিসি ওয়েবক্যাম হিসেবে

আমি ওয়েব সাইট এ গিয়ে খুঁজার চেষ্টা করছিলাম কেমন করে Symbian Mobile ছাড়াও অন্যান্য মোবাইল ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। হঠাৎ দেখি পেয়ে গেছি। সফটওয়্যারটার নাম Mobiola Web Camera। বর্তমানে এর ভার্শন ৩ চলছে। এই সাইটে অনেকেই এই ধরনের সফটওয়্যারের ব্যাপারে খোঁজ নিয়েছেন। তাই আমি সকলের জন্য এর ডাউনলোড লিঙ্ক দিলাম।
http://download.cnet.com/Mobiola-Web-Camera-Lite/3000-2348_4-10734406.html?tag=bc

পছন্দের MP3 গানটি খুঁজে পাচ্ছেন না?

আমার এক ইন্ডিয়ান বন্ধু 'টুনির মা' শিরোনামের একটা বাংলাদেশী গানের MP3 আমার কাছে আছে কিনা জানতে চাইল। এই গানটি নাকি ইন্ডিয়ান বাঙ্গালিদের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। নেটে অনেক খোঁজাখুঁজি করে ও তেমন সুবিধা করতে পারলাম না। তবে Youtube এ গানটির ভিডিও পেয়ে গেলাম। তখনই হটাৎ বিষয়টা মাথায় এল, এই ভিডিও থেকে MP3 কিভাবে নেওয়া যায়। যথারীতি Google এ খোঁজাখুঁজি এবং শেষমেস একটা সাইট ও পেয়ে গেলাম। যে সাইটে আপনি Youtube এর ভিডিও লিংক পেস্ট করে MP3 ডাউনলোড করতে পারবেন। ব্যপারটা একবার ভেবে দেখুন, অনেক সময় আমরা MP3 গান ইন্টারনেটে খোঁজাখুঁজি করে ও পাই না। তখন একবার Youtube ঢুঁ মারুন এবং সেখানে গানটির ভিডিও আছে কিনা দেখুন। যদি ভিডিও পান তাহলে সহজেই আপনি MP3 পেয়ে যাবেন। সাইটটির নাম হল Video2mp3। প্রথমে Youtube থেকে একটা গানের লিংক কপি করুন। আপনাদের জন্য 'টুনির মা' র লিংক নিচে দিলাম :)।
http://www.youtube.com/watch?v=zK3Aq4MUQdg
এবার http://www.video2mp3.net/ এ প্রবেশ করুন। Video URL: এর পাশের বক্সে লিংকটি পেস্ট করুন। নিচে High Quality সিলেক্ট করুন। এবার Convert বাটনে ক্লিক করুন। কনভার্ট হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। কনভার্ট শেষে গানটি সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে। না হলে ও অসুবিধা নেই একটা লিংক পাবেন যা ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।

কিছু গুরুত্বপূর্ন ব্র্যান্ডের Driver Download লিংক

কম্পিউটার ব্যবহার করতে গিয়ে এর বিভিন্ন এক্সেসরিজ যেমন- VGA, Sound Card, Network Interface Card, Chipset ইত্যাদির ড্রাইভার সংক্রান্ত সমস্যায় সবাইকে পড়তে হয় বিশেষ করে উইন্ডোজ নতুন করে ইনস্টল করার পর এটা বেশি ঘঠে কারন অনেক সময় দেখা যায়, কম্পিউটার কেনার সময় যেসব ড্রাইভার সিডি দেওয়া হয় তা আমরা যত্ন করে রাখি না আবার অনেক সময় বিক্রেতা ও ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃতভাবে এসব ডিস্ক ক্রেতাকে দেন না কিন্তু আপনি এখন Windows 7 ইনস্টল করেছেন ফলে ড্রাইভার সিডিটি কাজে আসছে না এসব ক্ষেত্রে আমরা সাধারনত ড্রাইভারগুলো ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করি আপনাদের খোঁজার সুবিধার্থে নিচে কিছু জনপ্রিয় ব্যান্ডের ড্রাইভার ডাউনলোড লিংক দিলাম


Sorry LagLe Phone Ba E-mAil koron... ::: mobile :-01916282676
:::E-mial :- cyber.netbd@yahoo.com
এছাড়া ও এমন ও হতে পারে, আপনার কাছে যে ড্রাইভার সিডিটি আছে তাতে Windows XP এর জন্য ড্রাইভার দেওয়া আছে

পৃথিবীর কোথায় এখন কয়টা বাজে?

আমার একজন ঘনিষ্ট মানুষ বাবুল ভাই থাকেন ইটালিতে একদিন সকাল ৯ টার দিকে আমি উনাকে ফোন করলাম একটা বিশেষ কাজে ফোনে বাবুল ভাইয়ের কন্ঠ শুনেই বুঝতে পারলাম বেচারাকে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছি কারন ইটালিতে তখন ভোর ৪টা এই ধরনের ঘটনা আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে এই মূহুর্তে সিয়াটলে কয়টা বাজে কিংবা কায়রোতে? হ্যাঁ আপনাদেরকে এখন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি শুধু সময়ের পার্থক্য না রিয়েল টাইম ঘড়ি দেখতে পাবেন সাইটটির নাম http://24timezones.com/ এই সাইটে ফ্লাশ ফাইলের মাধ্যমে সারা পৃথিবীর মানচিত্রের উপর ক্লিক করে আপনি যে কোন সিটির রিয়েল টাইম ঘড়ি দেখতে পাবেন কারন অনেক সময় আমাদের জানা থাকে না এক দেশ থেকে আরেক দেশের সময়ের পার্থক্য

বুধবার, ২৩ জুন, ২০১০

মোবাইল গেমের চিট কোড সম্ভার

কম্পিউটার গেম এর চিট কোডের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কম্পিউটার গেম এর চিট কোড তাই অল্প খুঁজাখুঁজি করলেই পাওয়া যায় কিন্তু মোবাইল গেম এর চিট কোড গুলো এত সহজে পাওয়া যায় না তাই অনেক্ষন ওয়েব এ ঘাটাঘাটি করে পেয়ে গেলাম একটি সাইট এর ঠিকানা এই সাইট এ রয়েছে অনেক অনেক মোবাইল গেম চিট কোড নিচে আপনাদের জন্য তা দেওয়া হল আশা করি আপনাদের ভাল লাগবে

http://nxtgen.50webs.com/for%20mobile%20games.html



Copy Link............................

আপনার মডেমের স্পীড বাড়িয়ে নিন


প্রথমে control panel -> phone and modem options এ গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করুন। এবার properties এ গিয়ে advance এ ক্লিক করুন। দেখবেন extra settings সেখানে কমান্ডে লিখুন AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন যে আপনার মডেম এর স্পীড যদি 236 kbps হয় তাহলে সেটা 460 kbps এ পরিণত হবে।

মোডেমের ম্যাক্সিমাম কানেক্টিভিটি স্পিড পরিবর্তন করার পদ্ধতি

মোডেমের ম্যাক্সিমাম কানেক্টিভিটি স্পিড পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।

১. কন্ট্রোল প‌্যানেল থেকে Network Connections ওপেন করুন। (অথবা এড্রেসবারে Network Connections লিখে এন্টার দিলে ওপেন হবে।)

২. আপনার তৈরি কানেকশনটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৩. Configure বাটনে ক্লিক করে Modem Configuration-এ ওপেন করুন।
৪. Maximum Speed-এ সর্বোচ্চ যতটুকু দেয়া যায় দিয়ে ওকে করুন।

অত:পর কানেক্ট করে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখুন আপনার কানেকশন স্পিড কেমন। উল্লেখ্য, ৯২১.৬ kbps এ কানেক্ট করা মানেই আপনি ৯২১.৬ kbps স্পিড পাবেন তা নয়। যেমন আমার ফোনে সর্বোচ্চ ৯২১.৬ kbps সেট করা যায়।

Folder Lock একটি সহজ ও কার্যকরী ফাইল/ফোল্ডার লকার


আপনি আপনার একটি ফাইল বা ফোল্ডার নিরাপদে রাখতে চাচ্ছেন? তাহলে নিচের লিংকে গিয়ে Folder Lock নামক Software টি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে Instrall করে নিন। এবার Desktop থেকে ওপেন করুন। এবার Create New Locker এ ক্লিক করুন। এবার Set A New Password এ আপনার Password টাইপ করুন ok করুন। এখন যে ফাইল বা ফোল্ডারটি লুকাতে চান তা সিলেক্ট করে Add করুন বা মাউস দিয়ে ধরে লকারের খালি যায়গায় এনে ছেড়ে দিন। এখন Encrypt Now বাটনে ক্লিক করুন এবার Close to Protect। ব্যাস হয়ে গেলে আপনার Folder /File টি লক। Folder আপনি আবার খুলতে চাইলে এটি ক্লোজ করে আবার ওপেন করুন এবং Open Exiting Locker ক্লিক করুন Password টি দিন। তবে সিরিয়াল কি ছাড়া আপনি এটি ২৫ বারের বেশি ব্যবহার করতে পারবেন না। যদি লাগে বলবেন আমার কাছে আছে।
http://www.newsoftwares.net/folderlock/

মুছে ফেলুণ Desktop icon এর title নেম

সাধারণত Windows এর Desktop icon এর পরিচিতি মূলক title লেখা থাকে যাতে বুঝাযায় কোনটি কিসের বা কোনটির কাজ কি। এবং আমরা ইচ্ছে করলেই এর নাম পরিবর্তন করতে পারি। এখন চাইলে এই আইকন গুলোর title নাম ও মুছে দিতে পারেন। তখন শুধু আইকন থাকবে এবং লেখাছাড়া হলে Desktop দেখতে অন্যরকম হবে। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো নিন্ম রুপ:

প্রথমে যে আইকন এর টাইটেল নেম মুছে ফেলতে চান তারউপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন, তারপর রিনেম এ ক্লিক করুন, তারপর সম্পূর্ন লেখাটি মুছে ফেলুন। তারপর আপনাকে কি-বোর্ড থেকে Alt key চেপে ধরে ০১৬০ লিখতে হবে(এটি একটি ASCII code )। তারপর Alt key ছেড়ে দিয়ে এন্টার চাপতে হবে।

আপনার ডেস্কটপ আইকনগুলো Fences দিয়ে সুন্দরভাবে সাজান


  1. আপনার ডেস্কটপে যদি অনেক আইকন থাকে তাহলে ওগুলোকে সাজিয়ে রাখার জন্য Fences ছবিতে কালো কালো প্রত্যেকটি জায়াগাগুলোকে ফেন্স বলা হয় আপনি এই সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করার পর আপনার কম্পিউটার রিবুট করুন তারপর এটি আপনার ফেন্স (s) তৈরি করার জন্য একটি গাইড দেখাবে, আপনি ইচ্ছে করলে ওটা ফলো করতে পারেন না হলে আপনি নিজেই তৈরি করতে পারেন
  2. একটি ফেন্স তৈরি করতে আপনার মাউসের রাইট বাটনটি চেপে ধরে ডেস্কটপের যে জায়গায় এটি তৈরি করবেন সে জায়গাটুকু ড্র্যাগ করে হাইলাইট করেন, তারপরে এই অপশনটি আসবে, "Create a new fence here" , ক্লিক করুন তারপরে ছবির মত একটি কাল জায়গা হবে, এখন এটির কোনা গুলো লেফট মাউস বাটন দিয়ে টেনে রিসাইজ করতে পারেন, উপরে টাইটেল বারে (গারো কালো জায়াগাগুলো) রাইট ক্লিক করে "Rename fence" থেকে ফেন্সের নামটি বদলাতে পারেন (চিত্রের মত, দেখুনঃ আমি যা করেছি Gadgets, Microsoft Office, Windows Live") অবশেষে আপনার আয়কনগুলো ডেস্কটপে এনে ড্র্যাগ করে ফেন্সগুলোর মধ্যে ড্রপ করুন, এবার দেখুন, কত সুন্দর লাগছে, আপনি ইচ্ছে করলে এই পদ্ধতিতে একের অধিক ফেন্স বানাতে পারেন, ঠিক উপরের ছবির মত সাজিয়ে তুলতে পারেন, যেমনটা আমি করেছি
  3. এটির আরেকটি ফিচার আছে, Auto Hide/Quick Hide : আপনি যদি আপনার ডেস্কটপের একটি খালি জায়গা ডাবল ক্লিক করেন, তাহলে আপনার সব আইকনগুলো চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে ফিরে আসবে, এটি কাজে আসতে পারে যখন আপনি অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করছেন
  4. তবে আপনার এটি ভাল না লাগলে অপশনে গিয়ে বন্ধ করে দিতে পারেন, সহজ ভাবে ওখানে যাওয়ার জন্য একটি ফেন্সের টাইটেল বারে রাইট ক্লিক করে Configure fences সিলেক্ট করুন তারপর একটি মেনু ওপেন হবে, ওখানে একটি অপশন আছে Enable Autohide/Quick hide অথবা Disable Autohide/Quick hide (অথবা অন্য কিছু), ঠিকঠাক মত টিক চিহ্ন উঠান/নামান তারপর হয়ে গেল এখানে আরো অনেক অপশন আছে, যেমন কালার সিলেক্ট করা, transparency ইত্যাদি
  5. এটি একটি ফ্রিওয়্যার, উইন্ডোজ Xp, Vista ও 7 এ চলবে, ডাউনলোড করুন http://www.stardock.com/products/fences/ থেকে

ফেইসবুকের ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি

আমরা অনেকে ই চাই আমাদের ফ্রেন্ডলিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে তাই আজ আমরা ফেইসবুক এর ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি শিখব প্রথমে ফেইসবুক এ প্রবেশ করুন তারপর প্রোফাইল -এ ক্লিক করুন তারপর ফ্রেন্ডলিস্ট এর পাশে পেন্সিল -এর আইকন এর উপর ক্লিক করুন এবং Show Friend List to everyone এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন ব্যাস, হয়ে গেল আপনার ফ্রেন্ডলিস্ট লুকানো

cyber net

cyber netcyber cafe